আদিত্য বিক্রম পল দ্বিতীয় SXCCAA রাপিড রেটিং ওপেন ২০২৫ চ্যাম্পিয়ন

FM আদিত্য বিক্রম পল এবং GM মিত্রাভ গুহ, দুজনেই ৯.৫ পয়েন্ট করেন দ্বিতীয় SXCCAA রাপিড রেটিং ওপেন ২০২৫ টুর্নামেন্টে। আদিত্য চ্যাম্পিয়ন হন তাঁর টাই-ব্রেক স্কোর ভালো হওয়ার দরুণ। মিত্রাভ দ্বিতীয় স্থান পান। চারজন খেলোয়াড় - সোহম ভট্টাচার্য, IM সৌহার্দ্য বসাক, FM অঙ্কিত রে ও ঋতব্রত চক্রবর্তী প্রত্যেকেই ৯ পয়েন্ট করেন। এই চারজন তৃতীয় থেকে ষষ্ঠ স্থান অধিকার করেন, টাই-ব্রেক অনুযায়ী যথাক্রমে। মোট পুরস্কার মূল্য ছিল ₹২০০০০০। প্রথম তিনটি পুরস্কার ছিল ₹২০০০০,₹১৬০০০ এবং ₹১২০০০ যথাক্রমে। সন্ত সেভিয়ার্স কলেজ, কলকাতা অ্যালুমনি এসোসিয়েশন, কলেজের খেলা বিভাগের সহযোগিতায় এই তিনদিনব্যাপী এগারো রাউন্ড রাপিড রেটিং ওপেন টুর্নামেন্টের আয়োজন করেছিলেন সন্ত সেভিয়ার্স কলেজ, কলকাতায় ৯ই থেকে ১১ই জুন ২০২৫। ইহা আদিত্যর বছরের প্রথম রেটিং টুর্নামেন্ট বিজয়। ছবি: সাহিদ আহমেদ