কৌস্তুভ কুন্ডু প্রথম শিলিগুড়ি SCGC রেটিং ওপেন ২০২৫ চ্যাম্পিয়ন

IM কৌস্তুভ কুন্ডু অপরাজিত থেকে ৯ পয়েন্ট করে প্রথম শিলিগুড়ি SCGC রেটিং ওপেন ২০২৫ চ্যাম্পিয়ন হন। তিনি সকলের থেকে ০.৫ এগিয়ে শেষ করেন। সৌমিক বন্দোপাধ্যায় একক ৮.৫ পয়েন্ট করে দ্বিতীয় স্থান অধিকার করেন। চারজন খেলোয়াড় - রাহুল গুরুং, সুধাংশু রঞ্জন, অর্পণ দাস ও FM কুমার গৌরব প্রত্যেকেই ৮ পয়েন্ট করেন। টাই-ব্রেক অনুযায়ী তাঁরা তৃতীয় থেকে ষষ্ঠ স্থান পান যথাক্রমে। মোট পুরস্কার মূল্য ছিল ₹৪০০০০০। প্রথম তিনটি পুরস্কার ছিল ₹৭০০০০, ₹৫০০০০ এবং ₹৩০০০০ সঙ্গে একটি করে ট্রফি। শিলিগুড়ি চেস গার্ডিয়ান'স ক্লাব এই ছয়দিনব্যাপী দশ রাউন্ড রেটিং ওপেন টুর্নামেন্টের আয়োজন করেছিলেন শিল্পাঞ্চল ভবন, শিলিগুড়ি, পশ্চিমবঙ্গে ১২ই থেকে ১৭ই আগস্ট ২০২৫। ইহা কৌস্তুভের বছরের পঞ্চম রেটিং টুর্নামেন্টে বিজয়, দ্বিতীয় আগস্ট মাসে দুই সপ্তাহের মধ্যে। ছবি: অভিজিত বিশ্বাস